
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৯:০৫ পিএম
আরো পড়ুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১১:৪৭ এএম

ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ইসমাইল মোল্লা (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ইসমাইল মোল্লা বাবার নাম আব্দুল বারেক। কয়েদি হিসেবে বন্দি ছিলেন তিনি। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি। তার কয়েদি নম্বর ৩৭৫৪/এ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ইসমাইল মোল্লা (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ইসমাইল মোল্লা বাবার নাম আব্দুল বারেক। কয়েদি হিসেবে বন্দি ছিলেন তিনি। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি। তার কয়েদি নম্বর ৩৭৫৪/এ।