মালিতে বাংলাদেশ পুলিশের ওপর হামলা, আহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৯:০২ পিএম

ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের টহল টিমের গাড়ি বহরের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটেছে। এ সময় ব্যানএফপিইউ-২, মিনুসমা ও মালির ৩ সদস্য আহত হওয়াসহ পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটি (এপিসি)টি ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (২৯ মে) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যানএফপিইউ-২ এর টহল টিম মালির তিম্বুক্ত অঞ্চলের গুন্দাম সুপার ক্যাম্প থেকে প্রায় ১৫ কি.মি. দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে গত রবিবার মালির স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও এ এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানানো হয়।