×

জাতীয়

দ্রুতই ‘সব শঙ্কা’ কেটে যাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৮:২৫ এএম

দ্রুতই ‘সব শঙ্কা’ কেটে যাবে

শফিউল ইসলাম মহিউদ্দিন

   

বিজিএমইএ ও এফবিসিসিআইর সাবেক সভাপতি, সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, পোশাক রপ্তানিটা মূলত মিউচ্যুয়াল ইন্টারেস্টের উপর নির্ভর করে। তাই আশা করব, রাজনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাক খাতের উপরে তেমন কোনো প্রভাব ফেলবে না। কারণ, নির্বাচন এবং রাজনীতির সঙ্গে আমাদের পোশাক খাতের সরাসরি সংযোগ নেই। এরপরও কেউ কেউ আশঙ্কা করলেও আমি মনে করি, দ্রুতই শঙ্কা কেটে যাবে।

সম্প্রতি ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পাকিস্তান আমলে যুক্তরাষ্ট্র যেতে ইমিগ্রেশন করতে ৪০ দিনের মতো সময় লাগত। এখন তা আর লাগবে না। ব্যবসা সহজীকরণের স্বার্থেই এমন সব সিদ্ধান্ত। সুতরাং তারা যেমন ব্যবসা করতে চায়, আমরাও ব্যবসা করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের রাশিয়া নিয়ে আপত্তি জানিয়েছে। আমাদের রাশিয়ার কাছ থেকে সরে আসতে বলেছে। আমরাও তাদের বোঝাতে চেষ্টা করেছি যে, ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক। আমরা বলেছি-‘স্বাধীনতা যুদ্ধে রাশিয়া আমাদের সাহায্য করেছে। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অনেক সৈন্য মারা গেছেন’।

তিনি বলেন, আমরা বোঝানোর পরেও দুর্ভাগ্যবশত তারা যদি নির্ধারিত বিষয় অর্থাৎ নির্বাচনী বিষয়ের উপরে না থেকে অন্যান্য বিষয়ের উপরেও আঘাত হানে- তাহলে সেটা ঠিক হবে না। এটা তাদের জন্যও খারাপ হবে। কারণ আমরা খুব কম দামে তাদের প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করে দেই। তাই আমরা ব্যবসায়ী হিসেবে মনে করি, ওরাও যেমন লাভবান হয়, আমরাও লাভবান হই। তাই আমরা আশা করব এ ধরনের ‘সব শঙ্কা’ কেটে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App