×

জাতীয়

বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৮:০১ পিএম

বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। ছবি: ভোরের কাগজ

বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

উপস্থিত অথিতিরা। ছবি: ভোরের কাগজ

   

সারা বিশ্বের সঙ্গে আমরাও জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে চিন্তিত। বিশ্বব্যাপী এই জলবায়ু সমস্যা বিরাজ করছে এবং এই পরিবর্তন আমাদের জন্যও সমস্যা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

শনিবার (২৭ মে) বিকেল পাঁচটায় ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডস্থ মিলনায়তনে ঢাকা ডক ল্যাব ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে 'শর্ট ফিল্মস অন ওয়াটার' শীর্ষক জলবায়ু বিষয়ক চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন ঢাকা ডক ল্যাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন ইউসুফ।

বক্তব্য প্রদানকালে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা নরম ও কোমল মাটি বিশিষ্ট সমুদ্র কিনারা এলাকায় বসবাস করছি। আমাদের বঙ্গোপসাগর নানা ধরনের ভাঙ্গনের জন্য বেশ পরিচিত। আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজগুলো যথেষ্ট নয়। আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা আছে। আমরা এতটুকু বলতে পারি যে, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বে যারা কাজ করে, তাদের সঙ্গে আমরা পুরোপুরি মিলেমিশে কাজ করছি।

[caption id="attachment_434234" align="aligncenter" width="700"] উপস্থিত অথিতিরা। ছবি: ভোরের কাগজ[/caption]

প্রকৃতিকে সম্বল করে বড় বড় রাষ্ট্রগুলো যে পুঁজি গড়েছে সেটা গরীব রাষ্ট্রগুলোকে বিপদের সময়ে দেওয়া কথা। কিন্তু, দুর্ভাগ্যক্রমে তারা সেটা দিচ্ছে না। এটা সরাসরি দান নয় বরং দায় হিসেবে দেয়ার কথা। তাই তাদের সেই দায়ের কথা বারবার মনে করিয়ে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

এসময় সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন সম্মেলনের আয়োজন করা হচ্ছে। পৃথিবীর বড় বড় দেশগুলো সকলকে জলবায়ু পর্বিতন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলছে। কিন্তু কানাডা, চীন, জাপান, আমেরিকা, ব্রাজিল কেউই তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করছে না। ফলে বৈশ্বিকভাবে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার মুজিব ক্লাইমেট প্রসপারিসিটি প্ল্যান তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাপনী বক্তব্যে ডক ল্যাবের চেয়ারম্যান নাসিরুদ্দিন ইউসুফ বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে জনগণকে যেমন সচেতন করতে হবে এর পাশাপাশি 'এক্টিভিস্ট', শিল্পী, নির্মাতা ও সৃজনশীল বিষয় নিয়ে যারা কাজ করেন তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়াও এই ইস্যুতে যতগুলো প্রকল্প হাতে নেওয়া হয় সেগুলোর উপযুক্ত 'মনিটরিং' দরকার। এই 'মনিটরিং' করেই বাংলাদেশ এইডস ও পরিবার পরিকল্পনায় সফল হয়েছে। নজরদারী রাখলে জলবায়ু ইস্যুতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রদর্শিত চারটি প্রামাণ্যচিত্র হলো- বাংলাদেশ থেকে আসমা বীথি পরিচালিত দণ্ডঝিরি ও শামসুল ইসলাম স্বপন পরিচালিত লতিকা এবং যুক্তরাজ্যের ওয়েলস থেকে ম্যারেড রিস পরিচালিত আওয়ার হোম এবং লিলি টাইগার টোনকিন পরিচালিত শি সেলস শেলফিশ। বাংলাদেশ কামরি ক্লাইমেট স্টোরিজ' প্রকল্পের আওতায় ঢাকা ডলার ও যুক্তরাজ্যের ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের যৌথ উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তার সম্প্রতি এই প্রামাণ্যচিত্রগুলো নির্মাণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App