ঔষধ-কমমেটিকস বিল পরীক্ষা নিয়ে সাব কমিটি গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:০১ পিএম

ছবি: ভোরের কাগজ
সংসদে উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো ‘ঔষধ ও কসমেটিকস বিল, ২০২৩’ পরীক্ষা নিরীক্ষার জন্য তিন সদস্যের সাব কমিটি গঠন করেছে করা হয়েছে।
বুধবার (২৪ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগ্রি আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশ নেন।
বৈঠকে ‘ঔষধ ও কসমেটিকস বিল, ২০২৩’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। উক্ত সাব কমিটির আহবায়ক আ.ফ.ম রুহুল হক এবং সদস্য মোঃ আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূর।
বৈঠকে সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।