নারীদের লুডু খেলায় নতুন চ্যাম্পিয়ন মরিয়ম মনি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৫:০৬ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩।’ আজ বুধবার (২৪ মে) এই প্রতিযোগিতার নারী সদস্যদের লুডু ইভেন্ট সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতার ফাইনালে গতবারের রানার আপ ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)। রানার আপ হন মাকসুদা লিসা। আর বিটিভি’র নার্গিস জুঁইকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেন গতবারের চ্যাম্পিয়ন ফ্রিল্যান্স সাংবাদিক সামিনা রশ্মি।
এরআগে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী। ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম ও মাকুসুদা লিসা।