চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন র্যাব ডিজি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৫:৩৬ পিএম


র্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম। ফাইল ছবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের মেয়াদ আরো এক বছর বেড়েছে। ২০২৪ সালের ৫ জুন পর্যন্ত র্যাব ডিজির দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (২৩ মে) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের নবম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান খুরশীদ হোসেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি গ্রেড-১ পদে পদোন্নতি পান তিনি। চাকরিজীবনে ডিএমপির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এম খুরশীদ হোসেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ ও একবার ‘পিপিএম’ পেয়েছেন।