ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১৫ মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০৬:৪৫ পিএম
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের কাছে বকেয়া লভ্যাংশ দাবী করে শ্রম আদালতে ১৫টি মামলা করেছেন বঞ্চিতরা।
আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালত ওই মামলাগুলো দায়ের হওয়ার পর বিচারক সুলতান মাহমুদ আগামী ৩ ও ৫ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ বিবাদীদের জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, একই আদালতে এর আগে ড. ইউনূসের বিরুদ্ধে আরো ১২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করা হয়।
মামলায় বলা হয়, গ্রামীণ টেলিকম ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় দুই হাজার ১৫৮ কোটি টাকা মুনাফা করেছে। শ্রম আইনের বিধান অনুযায়ী নিট মুনাফার ৫ শতাংশ কোম্পানির কর্মীদের দিতে হবে। এই হিসাবে কর্মীদের নিট মুনাফা ১০৭ কোটি ৯৩ লাখ টাকা হয়। এর মধ্যে ৮০ শতাংশ কর্মীদের, ১০ শতাংশ সরকারকে এবং অন্য ১০ শতাংশ শ্রমীকদের কল্যাণ তহবিলে জমা দিতে হবে। কিন্তু গ্রামীণ টেলিকম কর্মীদের প্রাপ্য ৫ শতাংশ মুনাফা পরিশোধ না করায় মামলা দায়ের করা হয়েছে।