সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত


ছবি: ভোরের কাগজ


সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবে আশ্রয় নেয়া ২৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার (১২ মে) তারা ঢাকায় আসেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। গত ৮ মে থেকে এ পর্যন্ত মোট ৪৪৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ৮ মে ১৩৬ জন ও ১১ মে ৫১ জন সুদান প্রবাসী দেশে ফেরেন।


দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম প্রমুখ।