
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৫০ এএম
আরো পড়ুন
এবার জিএম কাদেরকে ইসির চিঠি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৩, ০৯:২৫ পিএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলতে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে চিঠি দিলেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
বুধবার (১০ মে) সন্ধ্যায় দেয়া চিঠিতে হুমায়ুন কবির বলেন, জাপার চেয়ারম্যান জিএম কাদের আগামী ১১ মে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশাল বিমান বন্দরে নামবেন ও সেখান থেকে তিনি বরিশাল সিটিতে জাপার মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসায় মধ্যােহ্নভোজন করবেন।

এর ফলে আসা-যাওয়ার সময় তার শোডাউন করার সম্ভাবনা থেকে যায়। যা সিটি করপোরেশন নির্বাচনী আচরণবিধি, ২০১৬ এর পরিপন্থি। চিঠিতে এ শোডাউন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলতে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে চিঠি দিলেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
বুধবার (১০ মে) সন্ধ্যায় দেয়া চিঠিতে হুমায়ুন কবির বলেন, জাপার চেয়ারম্যান জিএম কাদের আগামী ১১ মে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশাল বিমান বন্দরে নামবেন ও সেখান থেকে তিনি বরিশাল সিটিতে জাপার মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসায় মধ্যােহ্নভোজন করবেন।

এর ফলে আসা-যাওয়ার সময় তার শোডাউন করার সম্ভাবনা থেকে যায়। যা সিটি করপোরেশন নির্বাচনী আচরণবিধি, ২০১৬ এর পরিপন্থি। চিঠিতে এ শোডাউন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।