রাজধানীতে চালু হচ্ছে ১০০ পরিবেশবান্ধব বিআরটিসি বাস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৩, ০১:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
অচিরেই ঢাকা নগর পরিবহনের আওতায় ১০০ টি নতুন বিআরটিসি বাস চালু করা হবে ঢাকায়। সব বাস হবে ইলেকট্রিক ও পরিবেশ বান্ধব। শর্ত ভঙ্গ করায় ২১ নম্বর রুট অর্থাৎ ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত ট্রান্স সিলভার যেসব বাস চলাচল করতো, তার রুট পারমিট বাতিল করা হয়েছে। এই লাইনে চলাচল বাস গুলোকে জব্দ করা হবে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেসনালাইজেশনের ২৭ তম সভায় এর সিদ্ধান্ত নেয়া হয়।
সভাশেষে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, শহর থেকে দ্রুত আন্তঃনগর বাস কাউন্টার সরানো হবে। ৪টি বাস কাউন্টার ঢাকার চারপাশে কাজ চলছে। সব বাসগুলোকে একটা কোম্পানির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির আওতায় পুরাতন কোন বাস চলবে না। সব নতুন বাস নামানো হবে।
সভায় জানানো হয়, ২১ নম্বর রুট ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ট্রান্স সিলভার বাস চলাচল করে। শর্ত ভঙ্গ করায় এসব বাস জব্দ করা হবে।