২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১২ হাজার মোটরসাইকেল পারাপার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ১২:৩৬ পিএম
গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এরমধ্যে মাওয়া প্রান্ত থেকে ৮ হাজার ৮৭৩টি ও জাজিরা প্রান্ত থেকে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল সেতু পার হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, এবার দুই কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বুধবার (১৯ এপ্রিল) রাত ১২ থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১২ পর্যন্ত সেতুর পূর্ব পাড় হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ২৭ হাজার ৩৬৮টি পরিবহন। এতে পূর্বপাড়ে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিমপাড় হয়ে ঢাকায় গেছে ১৫ হাজার সাতটি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।
এদিকে এবার ঈদে সব্বোর্চ সংখ্যক মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পারাপারে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল শুধুমাত্র সেতুপূর্ব পাড় হয়ে উত্তরবঙ্গের দিকে গিয়েছে।