বাংলা একাডেমি ও টেলিটক সমঝোতা চুক্তি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৫:৫২ পিএম

ছবি: ভোরের কাগজ
উচ্চগতিসম্পন্ন টেলিযোগাযোগ নেটওয়ার্ক-এর আওতায় বাংলা একাডেমিকে অন্তর্ভুক্তিকরণের লক্ষে একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে প্রয়োজনীয়সংখ্যক কর্পোরেট সিম সরবরাহে টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর সঙ্গে বাংলা একাডেমি’র সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান, প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম এবং ডাক বিভাগের পরিচালক ড. মঞ্জুর মোর্শেদ রেজাউল করিম, টেলিটক-এর জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী, অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান খান, সহকারী ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) কাজী মোহাম্মদ এহসান এবং উপ-ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।