চড়-থাপ্পড় থেকে শত্রুতা, এক বছর পর হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ পিএম

তানভীর মোল্লা। ফাইল ছবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি, তার জেরে দুই পক্ষ জড়িয়ে পড়ে মারামারিতে।
গত বছর মাসুম শেখের ওপর বাইসাইকেল তুলে দিয়েছিলেন তানভীর মোল্লা। এর প্রতিবাদে তানভীর মোল্লাকে চড়-থাপ্পড় মেরেছিলেন মাসুমের বন্ধু হাসিব বয়াতি। শত্রুতার শুরু সেখান থেকেই। এরপর বিভিন্ন সময় কথা কাটাকাটি থেকে শুরু করে দুই পক্ষ মারামারি পর্যন্তও গড়িয়েছেন তারা।
সর্বশেষ গত বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নৃশংসভাবে হত্যা করা হয় তাকে।
শিয়ালকাঠি গ্রামের মোল্লা বাড়ির সেতু এলাকায় হাসিব বয়াতিকে (২৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত হাসিব বয়াতির শরীরজুড়ে ধারালো অস্ত্রের ২৮টি কোপের চিহ্ন পেয়েছে পুলিশ। গলায়, পেটে ও দুই পায়ে গুরুতর জখম ছিলো।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে হাসিব বয়াতির সঙ্গে একই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহারাজ হাওলাদার (৬৫), মোস্তফা মোল্লা (৬০), মোস্তফা মোল্লার ছেলে তানভীর মোল্লার (১৯) সঙ্গে বিরোধ চলে আসছিলো।