বিকেল চারটায় রমনা ছাড়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৩:৩৮ পিএম

বৃহস্পতিবার রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: ভোরের কাগজ



পহেলা বৈশাখ উদযাপন শেষে বিকেল চারটায় রমনা পার্ক ত্যাগ করার অনুরোধ জনিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমরা সবাইকে তল্লাশি করব। তাই বাড়তি কোনো কিছু নিয়ে না আসার জন্য অনুরোধ জানাবো। লোকসমাগম বেশি হলে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করবো। এরই মধ্যে ম্যাপ প্রকাশ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আশা করব, আগামীকাল সকাল ছয়টা থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারব। যেহেতু রোজা, তাই অনুরোধ করব বিকেল চারটার পরে রমনা পার্ক সবাই ছেড়ে দেন, ইফতারের উদ্দেশ্যে যার যার গন্তব্যে ফেরত যান। বিকেল চারটার পরে দর্শনার্থীদের আর প্রবেশাধিকার দেয়া হবে না। তার আগে যারা প্রবেশ করবেন বিকেল চারটায় তারা বেরিয়ে যাবেন।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দুজন জঙ্গি ছিনতাই হয়েছে বিনিময়ে ১০ জঙ্গি গ্রেপ্তার হয়েছে। ওই দুজন আমরা নজরদারিতে রেখেছি। যারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল সে রকম ১০ জনকে ইতোমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। ওই দুজনকেও আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার করতে পারবো।