সরকারের প্রতি মোকাব্বির খানের ক্ষোভ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০১:১২ পিএম

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর এ সংসদ অধিবেশনে গত ৭ এপ্রিল ড. কামাল হোসেনকে আমন্ত্রণ না জানানোর জন্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গণফোরামের এমপি মোকাব্বির খান।
তিনি বলেন, ড. কামাল ছিলেন বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্টজন। তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ বিমানে করে লণ্ডন, ভারত হয়ে দেশে নিয়ে আসেন। তিনি বঙ্গবন্ধর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তার পরে ড. কামাল হোসেনকে প্রধান করে সংবিধান তৈরির দায়িত্ব দেন বঙ্গবন্ধু। কিন্তু আজ সেই জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে তাকে সরকারের ডাকা উচিৎ ছিল। কেননা তার অবদান কোন অংশে কম নয়। তার মত মানুষ সংসদে এলে সংসদ সম্মৃদ্ধ হতো।
এসময় তিনি বিভিন্ন সরকারের আমলে মহান সংবিধান কাটা ছেঁড়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন।