×

জাতীয়

চলমান সংসদ বাঙালি জাতিকে অনন্য করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৪:১১ এএম

চলমান সংসদ বাঙালি জাতিকে অনন্য করেছে

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান। ছবি: সংগৃহীত।

   

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে চলমান সংসদ বাঙালি জাতিকে সমগ্র বিশ্বজুড়ে অনন্য করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিববুর রহমান।

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে ভোরের কাগজের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ তাদের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদের দিকে তাকিয়ে থাকে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দুরূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা আকাঙ্খার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে। দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থা রাখে। কেননা একমাত্র জাতির পিতার কন্যাই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে।

এই সংসদ সদস্য আরো বলেন, গণতন্ত্র এবং উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, এর কোনো শেষ নেই। সুসংহত গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সাম্য এবং ন্যয়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার জনগণের কাছে অঙ্গিকারবদ্ধ। আরো উন্নত, সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকারী বা খুনীদের বিচার হবে না বা বিচার চাওয়া যাবে না। তেমন একটি ঘৃণ্য কালো আইন প্রণীত হয়েছিল এই স্বাধীন বাংলাদেশে ’৭৫-এর পরবর্তী সময়ে। যে আইনটির মূল ক্রীড়নক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মূলত এই আইনটি করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হত্যাকারীদের রক্ষা করার জন্য। আর এ কারণেই দীর্ঘদিন আটকে ছিল জাতির পিতার হত্যার বিচার। তবে বর্তমান সংসদে এধরনের কোনো কালো আইন নেই। শেখ হাসিনার সরকার সেই কালো আইন বাতিল করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। সংসদ এবং বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেছেন বিশ্বমানবতার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App