সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: শিক্ষার্থী নূরনবীর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৪:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরনবী। ছবি: রাফিউজ্জামান লাবীব, ঢাবি প্রতিনিধি
রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূরনবী মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরনবী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা গেছেন। লাশ এখনো হাসপাতালে আছে।
এর আগে (৬ মার্চ) সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টা মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ১৫ দিনের দীর্ঘ সংগ্রাম শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নূরনবী।
নিহত নূরনবী ঢাবির ইসলামিক স্টাডিজের বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিত ভবনের (এক্সটেনশন বিল্ডিং) ২০১০ নাম্বার রুমে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচরে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। নূরনবীর বাবা কৃষি কাজ করেন। বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেড হওয়ার স্বপ্ন দেখতেন তিনি।
এর আগে ৫ মার্চ (রবিবার) সকাল পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঠিক ওই সময়ে তিনি কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে নিউমার্কেট এলাকায় ঢোকেন নুর নবী। বিস্ফোরণের সময় ভবনের নিচ দিয়ে যাচ্ছিলেন তিনি। এতে গুরুতর আহত হন তিনি।
বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। ভবনে বিস্ফোরণ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।
এদিকে নূরনবীর মৃত্যুতে শোক নেমেছে বন্ধু মহলসহ হল ও বিভাগে। অনেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আবেগঘন পোস্ট দিচ্ছেন।