
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১২:২৬ পিএম
আরো পড়ুন
‘গুমের’ ২৮ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম
সরকার ‘গুমের’ ২৮টি অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার (২০ মার্চ) সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি জানান তিনি।
‘সরকারের কাছে জাতিসংঘের দেয়া ৭৮ ভুক্তভোগীর তালিকা রয়েছে’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ তালিকায় থাকা ১০ জনের পরিবার পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়নি এবং ১০ জনকে পরে পাওয়া গেছে।
এ সময় জাতিসংঘের ‘গুমের’ তালিকার নিন্দা জ্ঞাপন করেন তিনি। শাহরিয়ার আলম আরো বলেন, সিভিল সোসাইটির একশ্রেণির সংস্থা তাদের রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে মানবাধিকার সংস্থা হিসেবে নিজেদের পরিচয় দেয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
সরকার ‘গুমের’ ২৮টি অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার (২০ মার্চ) সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি জানান তিনি।
‘সরকারের কাছে জাতিসংঘের দেয়া ৭৮ ভুক্তভোগীর তালিকা রয়েছে’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ তালিকায় থাকা ১০ জনের পরিবার পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়নি এবং ১০ জনকে পরে পাওয়া গেছে।
এ সময় জাতিসংঘের ‘গুমের’ তালিকার নিন্দা জ্ঞাপন করেন তিনি। শাহরিয়ার আলম আরো বলেন, সিভিল সোসাইটির একশ্রেণির সংস্থা তাদের রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে মানবাধিকার সংস্থা হিসেবে নিজেদের পরিচয় দেয়।