রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
এছাড়া টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
একইসঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও বাংলাদেশ ইংল্যান্ড ক্রিকেট দলকে তিন ম্যাচ সিরিজে ধবল ধোলাই করায়, এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ২ উইকেটে ১৫৮ রানের জবাবে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সমর্থ হয়।
বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।