
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:১৯ এএম
আরো পড়ুন
শপথ নিলেন নবনির্বাচিত এমপি আফরোজা হক রীনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ পিএম

ছবি: জাতীয় সংসদ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পত্নী আফরোজা হক রীনা। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ সভাপতি।
বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক রীনাকে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। এর পরে প্রথানুযায়ী রীনা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন।
এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: জাতীয় সংসদ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পত্নী আফরোজা হক রীনা। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ সভাপতি।
বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক রীনাকে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। এর পরে প্রথানুযায়ী রীনা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন।
এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।