সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ১২:০৯ পিএম

ছবি: ভোরের কাগজ




রবিবার রাজধানীতে টিচার্স ট্রেনিং কলেজের বিপরীতে এলিফ্যান্ট রোডে একটি ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে ভবনটি ধসে পড়ে। ছবি: ভোরের কাগজ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবন সুকন্যা টাওয়ারে ভয়াবহ বিস্ফোরণে তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বিভিন্ন হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ চার-পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।