রোগী মৃত্যুকে কেন্দ্র করে ঢামেকে নার্সদের মারধর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০২ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের দ্বারা নার্সরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুই নারী নার্সসহ ৩ জন হাসপাতালের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নার্সরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনা এক বৃদ্ধা নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ২০৪ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ওই নারীর। এর পরই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত নার্সদের উপর চড়াও হয়। রাত ১২টার দিকে হাসপাতালের দরজা গ্লাস, টেবিল, ওষুধের ট্রলিসহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে। পরে মৃতদেহটি ছাড়পত্র ছাড়াই জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আনসার ও পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেয়। তখনও তাদের সাথেও হাতাহাতির ঘটনা ঘটে।
হাসপাতালটির ২০৪ নম্বর ওয়ার্ডের নার্স ইনচার্জ নাজমা খাতুন অভিযোগ করে জানান, নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীকে রাতে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। জরুরি বিভাগ থেকে ভর্তি করে ২০৪ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত নার্সরা তাকে রিসিভ করেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন তিনি মারা যান। তখন দায়িত্বরত নার্সরা চিকিৎসককে খবর পাঠান। এই মুহূর্তেই রোগীর স্বজনরা নার্সের (পুরুষ) উপর চড়াও হয়। তাকে ব্যপক মারধর শুরু করে। এটি দেখে ২ জন নারী নার্স এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে তারা।
তিনি জানান, এই ঘটনায় এক নারী নার্সের হাতের আগুল কেটে গেছে। সেখানে ৩ টি সেলাই করা হয়েছে। এছাড়া বাকি দুজনেরও মুখমন্ডলসহ শরীরে মারধর করা হয়েছে।
মৃত মনোয়ারা বেগমের ছেলে মো. সুজন জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর এলাকায়। সোমবার সন্ধ্যায় এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় তার মা আহত হন। স্থানীয় হাসপাতাল শেষে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মায়ের মৃত্যু হয়।
নার্সদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তার মায়ের মৃত্যুর পর ওয়ার্ডে হট্টগোল শুরু হয়। তবে যারা নার্সদের মারধর করেছে তাদের কাউকে তিনি চেনেন না।
এদিকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মৃতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে নার্স, কর্মচারীদের মারধর করেছে। এটি কোনভাবেই কাম্য নয়। ঘটনাটি রাতেই পুলিশে জানানো হয়েছে। তারা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছে। অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানা তিনি।