×

জাতীয়

ঢাকা বার নির্বাচনে আইনজীবীদের হাতাহাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫ এএম

ঢাকা বার নির্বাচনে আইনজীবীদের হাতাহাতি

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার)

   

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনকে ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আইনজীবী সূত্রে জানা যায়, এদিন বিকেল চারটা থেকে ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগণনা শুরু হয়। তাই বারের সাবেক ট্রেজারার আরিফুল কাওছার আইনজীবী সমিতির ভবনে গেলে তাকে মারধর করেন সাবেক সভাপতি সাইদুর রহমান মানিকের আইনজীবীরা। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইবনে আহমেদ শাকিল ও সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম গেলে তাকেও মারধর করা হয়। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা সবাই গেলে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর কোর্ট প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ প্রশাসন এসে ঘটনা স্থল নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বারের সাবেক সভাপতি আইনজীবী সাইদুর রহমান মানিককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত ২২ ফেব্রুয়ারি প্রথম দিনে পাঁচ হাজার ২৮ জন ভোটার ভোট দেন বলে জানান নির্বাচন কমিশনার। তবে, নির্বাচনে চার হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন বলে দাবি করেন বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। পরবর্তীতে নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন দলটি। দলটি ভোট বর্জনের পর দ্বিতীয়দিনে চার হাজার ২১৫ জন আইনজীবী তাদের ভোট দেন। এ নিয়ে দুইদিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন। এদিকে নিউজ লেখা পর্যন্ত আইনজীবী সমিতির ফলাফল প্রকাশ হয়নি। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App