
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৭:৪৩ পিএম
আরো পড়ুন
চলন্ত বাসে ভিক্ষুকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৮ পিএম
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞাতনামা (৭৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাসে ভিক্ষাবৃত্তি করতেন তিনি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পল্টন মোড়ে বাস থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিক উদ্দিন বলেন, জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের রাস্তা থেকে গুলিস্তানগামী মিডলাইন পরিবহনের একটি বাসে উঠে ভিক্ষা করছিলেন ওই ব্যক্তি। বাসটি পল্টন মোড়ে যাওয়ার পর বাসেই অচেতন হয়ে পড়েন। বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি তার। তবে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ওই মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞাতনামা (৭৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাসে ভিক্ষাবৃত্তি করতেন তিনি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পল্টন মোড়ে বাস থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিক উদ্দিন বলেন, জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের রাস্তা থেকে গুলিস্তানগামী মিডলাইন পরিবহনের একটি বাসে উঠে ভিক্ষা করছিলেন ওই ব্যক্তি। বাসটি পল্টন মোড়ে যাওয়ার পর বাসেই অচেতন হয়ে পড়েন। বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি তার। তবে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ওই মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।