ডেরেক শোলে ঢাকায়, আজ বৈঠক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৪ এএম

ডেরেক শোলে। ফাইল ছবি
গুরুত্ব পাবে রোহিঙ্গা ও নিরাপত্তার বিষয়
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসেন তিনি। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
এসব বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডারসেক্রেটারি (সচিব) পর্যায়ের কর্মকর্তা হলেও বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো দেখভাল করেন ডেরেক শোলে। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় ডেরেক শোলে সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন। দলে আছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক দপ্তর ইউএসএআইডি প্রশাসকের কাউন্সেলর ক্লিনটন হোয়াইট, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ হোর্স্ট, বৈশ্বিক ফৌজদারি বিচার বিষয়ক অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ বেথ ভ্যান শ্যাকসহ আরো তিন কর্মকর্তা।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল সন্ধ্যায় এক টুইট বার্তায় প্রতিনিধিদলটিকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। দূতাবাস বলেছে, বাংলাদেশে অবস্থানকালে তারা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরস্পরের বৈশ্বিক উদ্বেগ প্রশমন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবে।
এর আগে গতকাল ভোরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ডেরেক শোলের বাংলাদেশ ও পাকিস্তান সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সেখানে বলা হয়েছে, ডেরেকের নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা ও সমন্বয়, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা অংশীদারি এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবে।
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাউন্সেলর ডেরেক শোলেকে স্বাগত জানান। এই সফরের উদ্দেশ্য রোহিঙ্গা সংকট মোকাবেলাকে বিশেষ দৃষ্টি দিয়ে দুই দেশের মধ্যে ও দুই সরকারের মধ্যে সম্পর্ক আরো জোরদার করা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ডেরেক শোলে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে এসেছেন। দলটির সদস্যদের কার্যপরিধি দেখেও আঁচ করা যাচ্ছে যুক্তরাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গা সংকট ও মিয়ানমার পরিস্থিতির দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছে।