বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক বিকেলে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০২:৫১ পিএম

ছবি: সংগৃহীত
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকবেন দলটির লিয়াজোঁ কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
অপরদিকে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, নুরুল হক নুর ও অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের উপস্থিত থাকার কথা রয়েছে।
গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা যায়, তারা সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান। বিষয়টি নিয়ে আজকের বৈঠকে বিএনপির সঙ্গে তাদের আলোচনা হবে।