ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের পুনর্মিলনী ২৫ ফেব্রুয়ারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোশ্যাল ওয়েলফেয়ার (সমাজ কল্যাণ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৩ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (২১ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
ঢাকাস্থ পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিত হবে এই পুর্নমিলনী। রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩। এরপর রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না জানিয়ে উক্ত তারিখের মধ্যে আগ্রহী সবাইকে নিবন্ধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
অনুষ্ঠান উপলক্ষে একটি আকষর্ণীয় স্যুভেনির প্রকাশ করা হবে। এ জন্য লেখা আগামী ১৫ফেব্রয়ারির মধ্যে অবশ্যই ওয়ার্ড ফরমেটে swaaiswrdu@gmail.com/ http://n.islamdu62@ gmail.com/ http://monirul.shagor@ gmail.com/ rasul313@gmail.com এই ই-মেইলে পাঠাতে হবে।
এ বিষয়ে বিস্তারত জানতে গোলাম রসুল সানি (০১৭১৭২০৫০৪৫) ড. রবিউল ইসলাম (০১৬২৫২৯৫৪৮০) ও খালেদ শাহীনের (০১৯১২২৪২৪৮৫) সঙ্গে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।