নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:০০ পিএম

নৃত্যশিল্পী ইভান

দুবাইয়ের ড্যান্স বারে কাজ দেয়ার কথা বলে যৌনকর্মী হিসেবে পাচার করার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মানবপাচার আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ আগামী ৩১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
এ মামলার বাকি আসামিরা হলেন- আজম খান, নাজিম, আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, এরশাদ, আলমগীর, আমান ও শুভ।
উল্লেখ্য, ২০২০ সালের ২ জুলাই মানব পাচারে মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় এ মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি দাশ। জানা যায়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেয়ার নামে মেয়েদের দুবাই পাঠাত।