সুপ্রিম কোর্টে হবে খন্দকার মাহবুবের জানাজা, দাফন আজিমপুরে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:১৭ পিএম

খন্দকার মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা তার কর্মস্থল সুপ্রিম কোর্টে দুপুরে অনুষ্ঠিত হবে।
রবিবার (১ জানুয়ারি) তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৬টায় বসুন্ধরায় তার নিজ বাস ভবনের কাছে প্রথম জানাজা হয়। এর পরে সকাল ৯টায় মিরপুরে খন্দকার মাহবুব হোসেনের প্রতিষ্ঠিত অন্ধদের কল্যাণে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে মিরপুর (বিএনএসবি) জানাজা হয়।
বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে, এর পরে চৌধুরী পাড়া মাটির মসজিদ দুপুর ১২টায় সর্বশেষ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ বেলা আড়াইটায় শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
শনিবার রাত পৌনে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা যান।