‘টুডে টাইমস’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১০:২৯ পিএম

ছবি: ভোরের কাগজ
মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত অনলাইন গণমাধ্যম টুডে টাইমস এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সাংবাদিক, সংগঠক, রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে সম্প্রতি দেশের অভিজাত একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে সাংবাদিকরা ভবিষ্যতে আরো বেশি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে টুডে টাইমস'কে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত অতিথিদের মধ্যে টুডে টাইমসের প্রযোজনায় নির্মিত ডকুমেন্টরী বড় পর্দায় প্রদর্শিত হয়।
বাংলাদেশের মহান বিজয়ের দিনে প্রতিষ্ঠিত এই গণমাধ্যমটি স্বাধীনতার চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে জানান টুডে টাইমসের সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মা'য়াজ।
এসময় টুডে টাইমস এর প্রশাসনিক সম্পাদক জাহাঙ্গীর রনি, সহকারী সম্পাদক নওফেল হাসান মা'য়াব্বিজ, বার্তা সম্পাদক ইউসুফ আলী প্রধান, ক্রাইম চীপ খোকন প্রধান, আইটি প্রধান নাজমুলসহ বিভিন্ন কলাকৌশলী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।