ঢাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:০০ পিএম

ছবি: ভোরের কাগজ

দেশে প্রথমবারের মতো স্বপ্নের বাহন মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বের করেছে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের হল শাখাসহ মহানগরের বিভিন্ন ইউনিট।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।