মেট্রোরেলে চড়ে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু : বিএম জাহিদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:০১ পিএম

বিএম জাহিদ হাসান। ছবি: সংগৃহীত


মেট্রোরেলে চড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যাত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা বিএম জাহিদ হাসান।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল উদ্বোধনের পরে ভোরের কাগজের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, মেট্রোরেল বদলে যাওয়া বাংলাদেশের দৃশ্যমান প্রতিচ্ছবি। বিশ্ববাসীকে তাক লাগিয়ে ও সব সমালোচনার মুখে ছাই ঢেলে সাহস এবং অহংঙ্কার সঙ্গে করে মেট্রোরেল যুগে প্রবেশ করলো বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশের গড়ার যে ঘোষণা দিয়েছে মেট্রোরেল সেই স্মার্ট বাংলাদেশের দৃশ্যমান প্রথম পদক্ষেপ। মেট্রোরেলের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ আজ যুগান্তকারী এক নতুন যুগে প্রবেশ করেছে। শেখ হাসিনা এমনই এক রাষ্ট্রনায়ক যিনি স্বপ্ন দেখান এবং পূরণ করেন।

তিনি আরো বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা লাভ করেছে। মেট্রোরেলের মাধ্যমে আজ থেকে গোটা বিশ্ব বাংলাদেশকে নতুন করে চিনতে শুরু করবে। এছাড়াও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল বাঙালি জাতির আরেক গর্ব।
