উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০১:১৭ পিএম

ছবি: সংগৃহীত
ভোটের আড়াই ঘণ্টার মধ্যে কোনো অভিযোগ পাননি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দাবি করেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোট পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। এ সময় শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুর সিটি করপোরেশনে ভোট শেষ হওয়ার আশাও প্রকাশ করেন সিইসি।
এর আগে কনকনে শীত উপেক্ষা করে সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ভোট শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। এর মধ্যে সুষ্ঠু ভোট নিশ্চিতে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৮০৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ইসি, তবে গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটে সাংবাদিকরা মনিটরিং কক্ষে অবাধে প্রবেশ করতে পারলেও এবার তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে আউয়াল কমিশন।