×

জাতীয়

ষষ্ঠ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড পেল ১২৪টি ক্যাম্পেইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

ষষ্ঠ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড পেল ১২৪টি ক্যাম্পেইন

ছবি: ভোরের কাগজ

   

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ সংস্করণে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ১২৪টি ডিজিটাল ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রায় ৫০০ জন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের উপস্থিতিতে বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে সম্মনানা দেওয়া হয়। বাংলাদেশে ডিজিটাল কাজ নিয়ে প্রচলিত একমাত্র সম্মাননা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। এবারের সংস্করণে পুরস্কারের জন্য এক হাজারের বেশি নমিনেশন জমা পড়ে। তার মধ্যে প্রাথমিক শর্ট লিস্টিং জুরি সেশনে ৪০৯টি নমিনেশন উত্তীর্ণ হয়। পরবর্তীতে ৭টি গ্র্যান্ড জুরি সেশনের মাধ্যমে ১২৪টি ডিজিটাল ক্যাম্পেইনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। উল্লেখ্য, ২১টি পৃথক ক্যাটেগরিতে চারটি র‍্যাংকে চূড়ান্ত বিজয়ীরা পুরস্কৃত হন। এ বছর ৬৬টি ব্রোঞ্জ, ৪৪টি সিলভার, ১৩টি গোল্ড এবং একটি গ্যাঁপি পদক দেওয়া হয়। আয়োজনটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ডিজিটাল এবং বাস্তব উপস্থিতির একটি দ্বৈত বাস্তবতায় বসবাস করছি। এ সময় আমাদের মানবিক অনুভূতিকে আরও বেশি সক্রিয় থাকতে হবে। ইনোভেশন আর সম্ভাবনার এই সময়ে আমাদের ডিজিটাল স্ট্রাটেজি হতে হবে অধিক সংগঠিত।’ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ষষ্ঠ সংস্করণের আগে সকালে অনুষ্ঠিত হয় নবম ডিজিটাল সামিট। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ২০১৪ সালে ডিজিটাল সামিটের সূচনা করে। ধারাবাহিক সফলতার মাধ্যমে, ডিজিটাল সামিট দেশের ডিজিটাল মার্কেটারদের জন্য শীর্ষ একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ডিজিটাল সামিট-২০২২-এর থিম ছিল ‘উইনিং দ্য ডিজিটাল এইজ’। এ বছরের সামিটে ৩৫০ জনেরও বেশি পেশাদার ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছেন। এ বছরের সামিটের প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল মার্কেটিং ইন্ড্রাস্টির চ্যালেঞ্জগুলোকে বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে তুলে ধরা এবং অভিজ্ঞতা, জ্ঞান ও মতবিনিময়ের মাধ্যমে সম্ভাবনাময় এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারা বজায় রাখা। চারটি কিনোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন এবং একটি কেস স্টাডির সমন্বয়ে এ বছরের ডিজিটাল সামিট পরিচালিত হয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞ বক্তাদের অংশগ্রহণ এবং আলোচনা ও মতামত বিনিময়ের একটি অন্যতম উপলক্ষ হয়ে উঠে নবম ডিজিটাল সামিট। ডিজিটাল সামিট-২০২২-এ কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন– এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর, কাজী মনিরুল কবির; আলেফ গ্রুপের মিডিয়াম গ্রুপ বাই আলেফের পার্টনার ডিরেক্টর ম্যাথিউ ব্রুনিয়ার; সাউথ ইস্ট এশিয়ার রিজিওনাল ডিরেক্টর অলিভার উইলকে, এস্কিমি ও গ্রামীণফোনের ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম । সামিটটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর ও ক্রিয়েটিভ এডিটর নাজিয়া আন্দালিব প্রিমা বলেন ‘করোনা পরবর্তী বাস্তবতা ডিজিটাল বিশ্বের প্রকৃত সম্ভাবনাকে আমাদের কাছে উন্মোচন করেছে। তাই এখনই উপযুক্ত সময় ডিজিটাল বিশ্বের সুবিধাগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা। তবে কোনও সুবিধাই কিছু চ্যালেঞ্জ ছাড়া আসে না। তাই বিশেষজ্ঞদের একটি প্রধান দায়িত্ব থাকবে এই চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে মোকাবিলা করা।’ বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল সামিট-২০২২ এবং ডিজিটাল মার্কেটিং এওয়ার্ড-২০২২-এর পরিবেশনায় ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পৃষ্ঠপোষকতায় এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড এবং সম্পৃক্ততায় অ্যাডজাস্ট ও দ্য ডেইলি স্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App