কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ এএম

পুরনো ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্যারেড স্কয়ারে খোলা জিপে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। পরে তিনি পুনরায় অভিবাদন মঞ্চে অবস্থান করলে শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।