ডা. মিলন দিবস: বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম

ফাইল ছবি
শহীদ ডা. মিলন দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে বাম গণতান্ত্রিক জোট। এ উপলক্ষে রবিবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মিলনের সমাধি ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিলন স্মৃতি স্মারকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
শহীদ ডা. মিলনের ৩২তম শাহাদাতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলী কর্মসূচিও নেয়া হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া পুলিশের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।