সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষকে অব্যাহতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১২:২৪ পিএম

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক কানিজ মাহমুদা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিধি অনুযায়ী জ্যেষ্ঠ পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতে কলেজের গভর্নিং বডির সভাপতিকে অনুরোধ করা হলো। অনতিবিলম্বে অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়ার পর কানিজ মাহমুদা আক্তারের কাছ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে স্বাক্ষরিত কোনো প্রকার কাগজপত্র বা আবেদন বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হবে না।