সড়কে পানি জমে স্থবির ঢাকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০১:৪২ এএম

পানিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার মূল সড়কগুলো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দিনভর বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে স্থবির হয়ে পড়েছে রাজধানী শহর ঢাকা। যানবাহন সংকটে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এছাড়া ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে রাজধানীর অনেক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে।
সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকালে থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকায়, ঝড়টি সন্ধ্যার পর বরিশাল দিয়ে উপকূল অতিক্রম শুরুর পর ঢাকায় বাতাসের তীব্রতাও বাড়ে।
পুরান ঢাকার বংশাল, মিরপুর সড়ক, বিমানবন্দর সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে যায় দুপুরেই; সেসব জায়গায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। গুলশান, মহাখালী, প্রগতি স্মরণী, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুরের বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে।

এদিকে গণভবনের সামনে, কুর্মিটোলা, মার্কিন দূতাবাসের সামনে, মিরপুর, কারওয়ান বাজার, নীলক্ষেত, হাতিরঝিল এলাকায় গাছ উপড়ে সড়কে চলাচল বিঘ্নিত হচ্ছে।
গাছ পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ায় মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, শ্যামপুর, উত্তরখানসহ নগরীর বিভিন্ন জায়গার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।