×

জাতীয়

ডিএমপি কমিশনার হচ্ছেন গোলাম ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১২:১১ এএম

ডিএমপি কমিশনার হচ্ছেন গোলাম ফারুক

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক

   

পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ঢাকার পরবর্তী কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন। অপরদিকে শূন্য হওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে ডিএমপির অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের ২৯ তারিখে বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হবে। এ পদে নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন আলোচনায় ছিলেন। আগামি নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে সর্বত্রই জল্পনা কল্পনা হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদ দুটোতে এই দুইজনের নাম চূড়ান্ত করা হয়।

বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপির পরবর্তী কমিশনার হিসেবে খন্দকার গোলাম ফারুক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে সৈয়দ নুরুল ইসলামের নাম প্রস্তাবনা তৈরি করে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী অনুমোদন দিলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসেন খন্দকার গোলাম ফারুক ও সৈয়দ নুরুল ইসলাম।

অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের ১২ তম বিসিএস কর্মকর্তা। তিনি এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি ঢাকা অতিরিক্ত কমিশনার, থাকার অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

সৈয়দ নুরুল ইসলাম পুলিশের ২০ তম বিসিএস এর কর্মকর্তা। ডিআইজি সাথে পদোন্নতি লাভের পর ঢাকার অতিরিক্ত কমিশনার এর আগে ডিএমপির যুগ্ম-কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ময়মনসিংহ ও কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App