ব্ল্যাক আউটের ঘটনায় বিদ্যুৎ বিভাগের দুই কর্মকর্তা বহিষ্কার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০১:০১ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
৪ অক্টোবর দেশব্যাপী ব্ল্যাক আউট হবার ঘটনায় বিদ্যুৎ বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ব্ল্যাক আউটের ঘটনায় যাদের গাফিলতি রয়েছে, আরো যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে এক সপ্তাহের ভেতর চিহ্নিত করা হবে। অবশ্যই এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, যারা যারা জড়িত ছিল তাদেরকে প্রশাসনিক শাস্তির আওতায় আনা হবে। নসরুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রিড বিপর্যয়ে পড়েছে ম্যান ম্যানেজমেন্ট, অর্থাৎ এই বিপর্যয়ের পেছনে মানুষের কাজ একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে বলেছি, নামগুলো প্রস্তাব করতে। পেলে আগামী এক সপ্তাহের মধ্যে বিপর্যয়ে জড়িত সবাইকে আমরা চাকরিচ্যুত করবো এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এ বিষয়ে পিজিসিবি একটি তদন্ত কমিটি করে।