×

জাতীয়

উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ

বৃহস্পতিবার গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে সড়ক অবরোধ ও সমাবেশ। ছবি: ভোরের কাগজ

উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ
উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ
উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ
উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ
উপনির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ
   

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার দাবিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুই উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মিছিল বের হয়। মিছিলটি বোনারপাড়াস্থ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বোনারপাড়াস্থ সাঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামশুল আরেফিন ও সাধারণ সম্পাদক নাছরুল আলম, বোনারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান কবির প্রমুখ।

বুধবার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া কেন্দ্রের ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, এই উপনির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে প্রায় সারাদিন ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা কারও কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। অথচ অজ্ঞাত কারণে কমিশন উপনির্বাচন বন্ধ করার ঘোষণা দেয়। যা সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এতে সাধারণ ভোটাররা হতাশ হয়েছে। তাই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে ঘোষণা করতে হবে।

একই সময়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। মিছিলটি কালিরবাজারস্থ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রাখে। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ থাকে। আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসানের সমর্থক ও নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেয়। তারা বুধবার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার দাবিতে স্লোগান দেয়।

পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও নির্বাচন বন্ধ ঘোষণা করার কোনো কারণ নেই। তারা বলেন, যেসব কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, সেগুলোর ফলাফল অবিলম্বে ঘোষণা করতে হবে।

এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টি (জাপা) মনোনীত এএইচএম গোলাম শহীদ, বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান এবং সৈয়দ মাহবুবুর রহমান। এরমধ্যে বুধবার দুপুরে আওয়ামী লীগ বাদে বাকি চারজন প্রার্থী ভোট বর্জন করেন। এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App