ছয়তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৬:১৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি
রাজধানীর বনশ্রীর একটি বাসার ৬ তলা থেকে লাফিয়ে পড়ে ফাহমিদা রহমান নন্দিনী (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরের দিকে বনশ্রী ব্লক সি, ৭ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তওফিকা ইয়াসমিন জানান, খবর পেয়ে দুপুরে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ওই তরুণী অবিবাহিতা। তার বাবা খলিলুর রহমান কয়েক মাস আগে মারা গেছেন। মা তাহমিনা রহমান ও ছোট বোন নেহাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে থাকতেন। পরিবারটির কোনো আয়ের উৎস ছিলো না। এসব কারণে খুব হতাশাগ্রস্ত ছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
তার দূরসম্পর্কের চাচা মোস্তাফিজুর রহমান জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। ৬-৭ মাস আগে মারা যান ফাহমিদার বাবা। অবিবাহিতা ছিলেন তিনি। বর্তমানে তাদের পরিবারটির কোনো আয়ের উৎস ছিলো না। এছাড়া কোনো চাকুরিও ছিলো না তার। এ সকল কারণে খুব হতাশায় ছিলেন বলে জানান তিনি।