সময় বাড়ল চাল আমদানির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো আগামী ২০ নভেম্বর পর্যন্ত এলসি খুলতে পারবে। এতে করে বেড়ে যাচ্ছে বেসরকারিভাবে চাল আমদানির সময়সীমা।
মঙ্গলবার ( ১১ অক্টোবর ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারিভাবে নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা চাল আমদানির লক্ষ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ২০ নভেম্বর পর্যন্ত নির্দেশক্রমে বাড়ানো হলো।
এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এলসি খোলার সময় এর আগেও কয়েক দফা বাড়ানো হয়েছিল।