মিয়ানমারের অভ্যাস খুঁচিয়ে খুঁচিয়ে বিরক্ত করা: পরিকল্পনামন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৪:৫৩ পিএম

বুধবার বিজয়া দশমীতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: ভোরের কাগজ

বুধবার বিজয়া দশমীতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: ভোরের কাগজ

বুধবার বিজয়া দশমীতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: ভোরের কাগজ

বুধবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্ত পরিবাকে অর্থ সহায়তা প্রদান করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: ভোরের কাগজ

বুধবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্ত পরিবাকে অর্থ সহায়তা প্রদানকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও অন্য প্রশাসনিক কর্মকর্তারা। ছবি: ভোরের কাগজ
মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। তবে খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব (বিরক্ত) করার অভ্যাস তাদের আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। সকাল থেকে উপজেলার পাগলা, নোয়াখালী, নগর ও পাথারিয়ায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী।
[caption id="attachment_373443" align="aligncenter" width="700"]
তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ ও বিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়। আমরা সীমান্তে শান্তি চাই। দেশের ভেতরেও শান্তি চাই। মিয়ানমার যদি প্রতিনিয়ত খোঁচায়, তাহলে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হবে।
[caption id="attachment_373442" align="aligncenter" width="700"]
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে, বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার একেকবার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, পাথারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম ও শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
[caption id="attachment_373464" align="aligncenter" width="700"]
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
একই দিন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী।
[caption id="attachment_373465" align="aligncenter" width="700"]
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল খাইয়ুম ও জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাসসহ আরও অনেকে।