
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:০০ পিএম
আরো পড়ুন
বাড়লো টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৩:১২ পিএম
বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর
চলমান করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ বাড়লো। মানুষের চাহিদার প্রেক্ষিতেই আগামী ৮ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩ অক্টোবর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির ও প্রতিষ্ঠানের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা শামসুল হক।
তারা জানান, আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর এই ক্যাম্পেইন চলবে। এরপর আর প্রথম ডোজ দেয়া হবে না।
ডা. শামসুল হক জানান, প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার জন্য আর কোনো ক্যাম্পেইন হবে না। তবে কেউ যদি যৌক্তিক কারণে নিতে না পারেন তাহলে পরে নির্ধারিত ভ্যাকসিন সেন্টারের মাধ্যমে নিতে পারবেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর
চলমান করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ বাড়লো। মানুষের চাহিদার প্রেক্ষিতেই আগামী ৮ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩ অক্টোবর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির ও প্রতিষ্ঠানের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা শামসুল হক।
তারা জানান, আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর এই ক্যাম্পেইন চলবে। এরপর আর প্রথম ডোজ দেয়া হবে না।
ডা. শামসুল হক জানান, প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার জন্য আর কোনো ক্যাম্পেইন হবে না। তবে কেউ যদি যৌক্তিক কারণে নিতে না পারেন তাহলে পরে নির্ধারিত ভ্যাকসিন সেন্টারের মাধ্যমে নিতে পারবেন।