যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১১:২৪ পিএম

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বাদ আছর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া যুন নূরাইন হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা আশ্রাফুল হাসান সরকার লিনাজের আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া করা হয়।

এ সময় যুবলীগ চেয়ারম্যানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান যুবলীগ নেতা লিনাজ। পরে মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা মাওলানা হাফেজ মো. ফারুক।
গত ২৯ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।