প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান: ছুরিসহ আটক রাজিব কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান থেকে সাদা কাপড় ও ছুরিসহ আটক মো. শহীদুজ্জামান রাজিবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (২ অক্টোবর) দুদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে গত ২৯ সেপ্টেম্বর রাজিবের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজিব নিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ইমাম হোসেনের ছেলে।
এরআগে, গত বুধবার (২৮ সেপ্টম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ। এ অনুষ্ঠান থেকে ছুরিসহ ৫ জনকে আটক করে শাহবাগ থানায় দেয়া হয়। পরে শুধু মো. শহীদুজ্জামান রাজিবের বিরুদ্ধে মামলা হয়।