কাঁঠালবাগানে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ এএম
রাজধানীর কাঁঠালবাগানে ধারালো অস্ত্রের আঘাতে শিপন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। ফ্রিজ মেরামতের দোকানে কাজ করতো সে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় মসজিদ গলিতে রক্তাক্ত অবস্থায় শিপনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
চাঁদপুর হাজীগঞ্জ রাজারগা গ্রামের মহিবর রহমানের ছেলে শিপন। বর্তমানে পরিবারের সঙ্গে গ্রীনরোড স্টাফ কোয়াটারে থাকতো।
তার স্বজনরা অভিযোগ করেন, একই এলাকার স্বাধীন নামের এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতে কলাবাগান কাঠালবাগান বাজার মসজিদ গলিতে স্বাধীন নামে এক কিশোর শিপনকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে শিপন মারা যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ এখনো জানতে পারেনি।
এ ঘটনায় স্বাধীনের মা-বাবা ও ভাই পুলিশ হেফাজতে আছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।