দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ৩৩ হাজার, বহিষ্কার ৮১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

ফাইল ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনেও বাংলা দ্বিতীয় পত্রে সারাদেশে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৪৭৯ পরীক্ষার্থী।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩২২, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৮৬৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৮৮ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮১ পরীক্ষার্থীকে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, অনুপস্থিতির হার ১ দশমিক ৭৩ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বোর্ডে ৬ জন, রাজশাহী বোর্ডে ৫ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২ জন, মাদ্রাসা বোর্ডে ৫২ জন এবং কারিগরি বোর্ডে ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছিল ২৬ পরীক্ষার্থীকে।